Monday, September 8, 2014

১৮তম গ্র্যান্ড স্ল্যামের মালিক সেরেনা

ছবি: সংগৃহীতকাছে ৪-২ গোলে হেরে যাওয়া জার্মানি শুরুটা বেশ ভালই করেছিল। ঘরের মাঠে বায়ার্ন মিউনিখ তারকা মুলার প্রথমেই গোল করে দলকে এগিয়ে নেন।

প্রথমার্ধের ৮ মিনিটে মুলারের একটি সহজ সুযোগ নষ্ট হয়ে যায়। টনি ক্রুসের কর্ণার কিক থেকে বোয়েতাং হেড করলে স্কটিস গোলরক্ষক মার্শাল তা প্রতিহত করেন। কিন্তু বল ফসকে মুলারের কাছে আসলেও তিনি স্কটল্যান্ডের জালে বল জড়াতে ব্যর্থ হন।

এর দশ মিনিট পর ম্যাচের ১৮ মিনিটে সেবাস্তিয়ান রুডির বাড়ানো বলে হেড করে গোল করেন মুলার। প্রথমার্ধে আর কোনো গোল না হলে ১-০ ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায় স্বাগতিকরা।
  - See more at: http://www.banglanews24.com/beta/fullnews/bn/321961.html#sthash.I3oKiVRu.dpuf


একমাত্র টি-২০ জিতে নিল ইংলিশরা


ছবি: সংগৃহীতঢাকা: বার্মিংহামের এজবাস্টনে একমাত্র টি-টোয়েন্টিতে মাঠে নেমেছিল সফরকারী ভারত ও স্বাগতিক ইংল্যান্ড। টসে হেরে আগে ব্যাট করা স্বাগতিকরা অতিথিদের ১৮১ রানের টার্গেট দেয়। ১৭৭ রানে ভারতীয়দের রানের চাকা থেমে গেলে ইংল্যান্ড ৩ রানের জয় পায়।


টসে হেরে আগে ব্যাটিংয়ে নেমে ইংলিশরা নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৮০ রান করে। দলের হয়ে সর্বোচ্চ রান আসে অধিনায়ক ইয়ন মর্গানের ব্যাট থেকে। পাঁচ নম্বরে নামা এ ব্যাটসম্যান চার বল বাকি থাকতে মাত্র ৩১ বলে ৩টি চার আর ৭টি ছয়ে করেন ৭১ রান।

এছাড়া ইংলিশ ওপেনার অ্যান্ড্রু হালস করেন দ্বিতীয় সর্বোচ্চ ৪০ রান। হালসের ২৫ বলের ইনিংসটিতে ছিল তিনটি করে চার ও ছয়। মিডল অর্ডারে নামা জো রুট করেন ২৬ রান। আর ৯ বলে ৩টি চার আর ১টি ছয়ে ২১ রান করে অপরাজিত থাকেন রবি বোপারা।

ভারতের হয়ে ৪ ওভারে ৩৮ রান দিয়ে ৩টি উইকেট নেন মোহাম্মদ সামি।

টেস্টে সিরিজ হারা এবং ওয়ানডেতে সিরিজ জেতা ধোনিবাহিনীকে জিততে হলে করতে হত ১৮১ রান। কিন্তু দারুন শুরু করা ভারত নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৭৭ রান তোলে।

দলের হয়ে সর্বোচ্চ রানের ইনিংস খেলেন বিরাট কোহলি। ৪১ বল মোকাবেলা করে ডানহাতি এ স্টাইলিশ ব্যাটসম্যান ৯টি চার আর একটি ছক্কায় করেন ৬৬ রান। এর আগে ওপেনার শিখর ধাওয়ান করেন ২৮ বলে ৩৩ রান।

এছাড়া মিডল অর্ডারে সুরেশ রায়না ২০ বলে ২৫ রান করে আউট হন। আর অধিনায়ক ধোনি ১৮ বল থেকে অপরাজিত ২৭ রান করলেও দলকে জেতাতে ব্যর্থ হন। ১৭৭ রানেই থেমে যায় তাদের রানের চাকা।

ম্যাচ সেরার পুরষ্কার উঠে ইয়ন মর্গানের হাতে। - See more at: http://www.banglanews24.com/beta/fullnews/bn/321920.html#sthash.TkVJdAYy.dpuf

Wednesday, September 3, 2014

সিলেটে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

রীর লালাদিঘীর পাড় থেকে শাহনাজ জামান (৩২) নামে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি স্থানীয় কলকাকলী ১১ নং বাসার বাসিন্দা মোক্তার হোসেনের স্ত্রী।

বুধবার সকালে ঘরের সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় লাশটি উদ্ধার করে পুলিশ।

স্থানীয় বাসিন্দা ও পুলিশ জানায়, বুধবার ভোরে বাসার একটি কক্ষের দরজা বন্ধ করে দেন শাহনাজ। অনেকক্ষণ পর পরিবারের লোকজন ডাকাডাকি করলেও ভেতর থেকে কোনো শব্দ না পেয়ে পুলিশে খবর দেন।

খবর পেয়ে কোতোয়ালি থানার উপ পরিদর্শক (এসআই) রকিবুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে উপস্থিত হন। এরপর তারা দরজা ভেঙে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় শাহনাজের মৃতদেহ উদ্ধার করেন। - See more at: http://www.banglanews24.com/beta/fullnews/bn/320549.html#sthash.AiFs2krs.dpuf

ইরাকে আবারো শ্রমিক পাঠানো শুরু

ঢাকা: প্রায় আড়াই মাস বন্ধ থাকার পর ইরাকে আবারো বাংলাদেশি শ্রমিক পাঠানো শুরু হয়েছে। ইতোমধ্যে বুধবার ১৩ জন শ্রমিক ইরাকে গিয়েছে।

বুধবার প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন এ তথ্য জানান।

তিনি বলেন, আজ (বুধবার) সকালে ১৩ জন শ্রমিক ইরাকে গিয়েছে। সেখানে তারা হানওয়া কোম্পানিতে কাজ করবে।

মন্ত্রী বলেন, আগামী এক সম্পাহের মধ্যে বাংলাদেশ থেকে ১৪ শ’ শ্রমিক ইরাকে যাবে। তারা যেখানে কাজ করবে। তবে তাদের কর্মস্থলে নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে।

ইরাকের যে সব স্থানে বাংলাদেশি শ্রমিকরা কাজ করবেন সেখানে কোনো সংঘাতময় পরিস্থিতি নেই বলেও মন্ত্রী জানান।

এর আগে চলতি বছরের ১৫ জুন বেশ কিছু বাংলাদেশি শ্রমিকের ইরাকে যাওয়ার কথা ছিল। ইউনিক ইস্টার্ন, ক্যারিয়ার ওভারসিস, রাজ ওভারসিস, ম্যানেজ পাওয়ার এই ৪টি রিক্রুটিং এজেন্সির তাদের পাঠানোর কাজ করছিল। তবে তা সংঘাতময় পরিস্থিতির কারণে বন্ধ - See more at: http://www.banglanews24.com/beta/fullnews/bn/320537.html#sthash.stX6iwbi.dpuf

ব্রাহ্মণবাড়িয়ায় যুবক হত্যার প্রতিবাদে মানবন্ধন

ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ায় মাদক নিরাময় কেন্দ্রে নির্যাতন করে আতিকুল ইসলাম শাকিল নামে এক যুবককে হত্যার প্রতিবাদ ও আসামিদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছে ব্রাহ্মণবাড়িয়ার সর্বস্তরের জনতা।

বুধবার বেলা ১১টার দিকে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে সভাপতিত্ব করেন সুর সম্রাট ওস্তাদ আলাউদ্দিন খাঁ সঙ্গীতাঙ্গনের সম্পাদক আব্দুল মান্নান সরকার।

জেলা নাগরিক ফোরামের সম্পাদক রতন কান্তি দত্তের পরিচালনায় অনুষ্ঠিত মানববন্ধনে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন-আইডিয়াল রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ সোপানুল ইসলাম, বিএনপি নেতা সাবেক ভিপি আবু শামীম মো. আরিফ, যুবলীগ নেতা আল-আমীন সওদাগর, প্রেসক্লাবের সহ-সভাপতি আল-আমিন শাহীন, সম্পাদক রিয়াজ উদ্দিন জামি, সাংবাদিক জাবেদ রহিম বিজন, দীপক চৌধুরী বাপ্পী, মনির হোসেন, ব্রাহ্মণবাড়িয়া সিটি মডেল কলেজের প্রভাষক শাহীন মৃধা, কলেজ শিক্ষার্থী সুমাইয়া সানজিদা মুমু। - See more at: http://www.banglanews24.com/beta/fullnews/bn/320551.html#sthash.I1gBHKpT.dpuf